Tuesday, February 20, 2018



একদিন এক গরিব ছেলে হঠাৎ একটি গাড়ীর মালিক হয়ে গেল। তা দেখে তার বন্ধু তো অবাক। তাই নিয়ে দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে -

বন্ধু-- কিরে নতুন গাড়ী কোথায় পেলি?
গরিব ছেলে---আর বলিস না আজকে আমার গার্লফ্রেন্ড আমাকে লং ড্রাইভ এ নিয়ে গিয়েছিল।
বন্ধু--- তো গাড়ী পেলি কিভাবে সেটা বল।
গরিব ছেলে--- ও গাড়ী চালাচ্ছিল হঠাৎ একটি নির্জন জায়গা পেয়ে সে গাড়ী থামিয়ে নেমে গেল এবং বললো এই নেমে এসো। আমি নামলাম তারপর সে একটার পর একটা কাপড় খুলছিল। আর আমি তাকিয়ে দেখছিলাম।
বন্ধু--- তারপর কি হল?
গরিব ছেলে--- সে যখন তার শরীরের সব খুলে ফেললো তখন বললো, ডার্লিং, আমার সব কিছু এখন তোমার।
বন্ধু--- তারপর কি করলি?
গরিব ছেলে--- তারপর আমি চিন্তা করলাম মেয়েদের কাপর নিয়ে আমি কি করব তাই গাড়ীটা নিয়ে চলে এলাম।...........

One day a poor boy suddenly became the owner of a car. He is surprised to see his friend.
So the two friends are talking about -

Friend: Where did the new car find?
The poor boy- And do not tell me today my girlfriend took me to a long drive.
Friend: - So, how did you get the car?
The poor boy- and driving the car suddenly found a lonely place, he stopped the car and said, come down to this. I got it and then he was opening a cloth after one. And I looked and saw.
Friend: What happened then?
The poor boy: When he opened his body, he said, Darling, all my things are yours now.
Friend: What did you do then?
The poor boy --- Then I thought what I would do with the clothes of women I came with the car .........

Monday, January 29, 2018

স্ত্রী: এতক্ষণ ধরে ওই কাগজ টিতে কী দেখছ তুমি?
স্বামী: কই, কিছু না তো!
স্ত্রী: আরে, এ যে দেখি ডাহা মিথ্যে কথা বলছো । তুমি প্রায় চার ঘণ্টা ধরে আমাদের কাবিননামা এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছো , দেখছটা কী, শুনি?
স্বামী: না, তেমন কিছু নয়। অনেকক্ষণ ধরে খুঁজেও কেন জানি কাবিননামার মেয়াদ উত্তীর্ণের তারিখটা বের করতে পারলাম না।

Wife: What are you looking at that paper for so long?
Husband: Where, nothing!
Wife: Hey, that's what you're talking about. You've been looking at our poetic name for about four hours so much, what do you hear?
Husband: No, nothing like that. I can not figure out why I can not find the date of the life of Kabini.
দোকানদার এবং কাস্টমার এর মধ্যে কথা হচ্ছে :
দোকানদার:- স্যার এই শাড়িটা নিতে পারেন , খুব ভালো হবে এবং এর সাথে ব্লাউস ফ্রি।
কাস্টমার :- ঠিক আছে , আর একটা প্যান্ট দাও।
দোকানদার :-এই নিন।
(বিল দিতে গিয়ে দেখে আন্ডার প্যান্ট এর দাম টাও শাড়ি ও প্যান্ট এর সাথে যোগ করে দেওয়া )
কাস্টমার :- আন্ডার প্যান্ট এর দাম ধরেছেন কেন ?
দোকানদার:- স্যার এটা তো আপনি নিয়েছেন তাই বিল দিতে হবে।
কাস্টমার।:- কেন এটা তো ফ্রি দিবেন প্যান্ট এর সাথে।
দোকানদার:- সরি স্যার প্যান্ট এর সাথে কোনো কিছু ফ্রি নাই।
কাস্টমার :-শাড়ীর সাথে ব্লাওউচ ফ্রি হলে প্যান্ট এর সাথে জাঙ্গিয়া /আন্ডার প্যান্ট ফ্রি হবে না কেন  !!!


Talking between shopkeepers and customers:Shopkeeper: - sir can take this sarita, it will be very good and with blouse freeCustomer: - All right, give another pants.Shopkeeper: Take this.(Seeing the bills for putting the pants with the sari and pants)Customer: - Why is the price of undress pants?Shopkeeper: - Sir, you have to pay it so you have to pay the bill.Customers: - Why would it be free with pants?Shopkeeper: - There is nothing free with Siri Pant.Customer: - If the blauwu is free with sari, then do not wear bamboo / under pants with pants !!!
ক্লাস টু-তে এক পিচ্চি মেয়ে উঠে দাঁড়িয়ে বলছে, ‘স্যার , আমার আম্মু কি প্রেগন্যান্ট হতে পারবে?’
স্যার  বললেন, ‘তোমার আম্মুর বয়স কত সোনা?’
পিচ্চি বললো, ‘চল্লিশ।’
স্যার  বললেন, ‘হ্যাঁ, তোমার আম্মু প্রেগন্যান্ট হতে পারবেন।’
পিচ্চি এবার বললো, ‘আমার আপু কি প্রেগন্যান্ট হতে পারবে?’
স্যার  বললেন, ‘তোমার আপুর বয়স কত সোনা?’
পিচ্চি বললো, ‘আঠারো।’
স্যার  বললেন, ‘হ্যাঁ, তোমার আপু প্রেগন্যান্ট হতে পারবে।’
পিচ্চি এবার বললো, ‘আমি কি প্রেগন্যান্ট হতে পারবো?’
স্যার  হেসে বললেন, ‘তোমার বয়স কত সোনা?’
পিচ্চি বললো, ‘আট।’
স্যার  বললেন, ‘না সোনা, তুমি প্রেগন্যান্ট হতে পারবে না।’
এ কথা শোনার পর পেছন থেকে ছোট্ট বাবু পিচ্চিকে খোঁচা দিয়ে বললো, ‘শুনলে তো? আমি তো তখনই বলেছি, আমাদের চিন্তা করার কিছু নেই।’
A small girl in the class two stood up and said, 'Sir, can my mom be pregnant?'Teacher said, how old is your mother, baby?'Little said, 'forty.'Sir said, 'Yes, you can be your pregnant Pregnant.'The kid asked me what she should be pregnant?'Sir asked, "what is your sister's age dear?'Little said, 'eighteen.'Sir said, 'Yes, your sister may be pregnant.'The kid said, I can not be pregnant?'Sir smiled and said, 'How old are you honey?'Little said, 'eight.'Sir said, 'No, you can not be pregnant.'After listening to this, little Babu pitched from the back and said, 'If you hear? I said only then, we have nothing to worry about. '
 শিক্ষক:- যারা একেবারে নির্বোধ ও গাধা তারা ছাড়া সবাই বসে পড়।
(সকলে বসে পড়লো  কিন্তু  হাবু একা দাড়িয়ে আছে )
শিক্ষক:- কিরে হাবু ক্লাসে তুই একাই তাহলে নির্বোধ ও গাধা ?
হাবু :- না স্যার, আপনি একা দাঁড়িয়ে আছেন, এটা ভাল দেখাচ্ছে না , হাজার হলেও আপনি আমার গুরুজন।
Teachers: - Everyone who is absolutely stupid and donkey, sit around.
(Everyone sat down but he is standing alone)
Teacher: - If you are alone in the Hebrew class, then you are fool and idiot? 

Habu: - No, sir, you are standing alone, it does not look good, but you are my elders, even thousands.

Tuesday, January 23, 2018

তারিখ,২৪-০১-২০১৮
 বরাবর,
আকাশ বন্ধু,

বিষয় : তোমার বন্ধু হইবার  জন্য আবেদন পত্র ।
 প্রিয় বন্ধু,
যথা বিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে আমি বন্ধু নগরের একজন সুযোগ্য বন্ধু । এ হৃদয়ের পাগলামি টা তোমার  কেমন  লাগিবে আমার  জানা নাই । এতকাল জীবনটা কাটিল উপগ্রহের মত । যাহাকে কেন্দ্র করিয়া ঘুরি,না পাইলাম তাহার কাছে আসিবার অধিকার,না পাইলাম দূরে যাইবার অনুমিত । অধীন নই, নিজেকে স্বাধীন বলারও জোর নাই । আমার ভাগ্যেই এমন ঘটে কেন ?  কাহাকেও আপন বলিয়া নিঃসংশয়ে চিনিতে পারি না-- বিশ্বাস করিতে ভয় পাই।
দৈবাৎ এমন কিছু একটা ভাগ্যে মিলিলো যাহা যেমন আকস্মিক তেমনি অপরিসীম। নিজের গুনে পাই নাই,নিজের দোষেও হারাতে চাই না।
 পৃথিবীর সব কিছু নিয়ম মতো চলে, শুধু চলে  না আমার জীবনটা । এমন কিছু বেড়া জালে আটকিয়ে যাই যেখান থেকে বেরিয়ে আসিবার  পথ খুঁজে পাই না। জানি না  পৃথিবীর কোথায় কি লুকিয়ে আছে  তবে  এমন এক একটা মুখ আছে যাহা কোনো কিছু বলা কহা নাই একেবারে মনের গহিনে এসে হাজির হয়। নির্ভীক হরিণ শাবকের মত চাহিয়া রয়, তাতে না আছে লজ্জা না আছে ভয়। দূরান্ত অহংকারের অবাধ্য দাপট নাই তাতে আছে স্বচ্ছতা , আছে বন্ধুত্বের কোমল ছোয়া । যা খুব সহজেই আমাকে আকৃষ্ট করে। আমি সেই বন্ধুত্বের সিনিগ্ধ  আলো দেখিয়াছি তোমার ভিতরে। বেশি কিছু চাহি না শুধু চাহি তোমার বন্ধু  হতে।  দাওনা বাড়িয়ে  বন্ধুত্বের হাত।
অতএব ,মহোদয়ের নিকট আকুল আবেদন।  আমার মনের অবস্থা অনুধাবন  করিয়া পথ হারা পথিক কে   পথ প্রদর্শনে বন্ধু হইয়া পাশে থাকলে চির কৃতজ্ঞ থাকবো।

নিবেদক ,
তোমার ছায়া বন্ধু।

Monday, October 16, 2017



The bus conductor asks a woman-
"Madam, how old is your child ... ??"
The woman says --- "The youngest is about 2 years old,
The middle is two and a half years and the big three years.
CONTACTOR: If you do not want to rent a child, you have no objection to age, but the age of their age Keep at least 9 months....!!!


বাসে কনটাক্টর এক মহিলাকে জিজ্ঞেস করছে-
"ম্যাডাম, আপনার সাথের বাচ্চা গুলোর বয়স কত..??"
মহিলা বলছে---"ছোটটার বয়স ২ বছর,
মধ্যেরটা আড়াই বছর আর বড়টা তিন বছর।
কনটাক্টর : বাচ্চাদের ভাড়া দিতে না চাইলে ওদের বয়স কমিয়ে বলুন কোন আপত্তি নেই, কিন্তু ওদের বয়সের গ্যাপটা
অন্তত ৯ মাস রাখুন।
মহিলা তেলে বেগুনে জ্বলে
উঠে বললেন,-মধ্যেরটা আমার দেওরের ছেলে রে.. হারামজাদা...!!!!

Sunday, October 15, 2017

Smile Open Mind



  A sweet  little girl of classes Six is a
The girl is making me "propose",, !!
I said little girl, your nose Pressing "milk" will be out, now! And you .... ???
Her little friend from the side Whistle on the pelvic _ _ _ _ _
How do you like boy !
Who has no "general knowledge"?
Do not know what the key is pressing ... !!!

Saturday, October 14, 2017

Smile open your mind: 
The girl ran away and married her favorite pot. Finally after 7 days the house returned home.See the girl after seven days .....Dad: On the day you were smiling at your family from home, you killed me on that day, I forgot that I have a daughter...Mother said: How did you do this job? Do you remember once before I went to your house? Be happy..Dada said: You will never be happy with my mother who you are. I hate you thinking sister .....Finally, hear allThe girl said ... I did not come to listen to you. Come on ... my Nokia mobile chargerI left it to take that ...
 Smile open your mind:-

Teacher: If there is a lemon tree in the river
So how do you dress lemon?
.
Boltu: Sir, by the bird ..
.
Sir: The bird is your father
Make it?
.

Boltu: Then lemon in the river
Do you plant your father?

Thursday, October 5, 2017



“প্রকৃত শিক্ষার লক্ষ্য হল সার্বভৌম মানবিক মানুষ নির্মাণ করা। যে মানুষ সাধীনভাবে চিন্তা করতে পারবে, নিজের বিবেকবোধ অনুসরণ করে কাজ করতে পারবে, নিজের মনে চিন্তা গঠন করে স্নিগ্ধ আত্মবিশ্বাস নিয়ে তা প্রকাশ করতে পারবে, এবং সেই চিন্তার সমর্থনে বুদ্ধি আর যুক্তিনির্ভর তর্ক চালাতে পারবে। একবার ভেবে দেখুন, আমরা বেশ কিছু চকচকে সনদ যোগাড় করেছি, কিন্তু কতটুকু সার্বভৌম ব্যক্তি হয়ে উঠতে পেরেছি?”