Wednesday, February 21, 2018


দুই বন্ধুতে গল্প হচ্ছে।
 ১ম বন্ধু: হেঃ হেঃ…জানিস, আমার মাথায় কত বুদ্ধি !!! বিয়ের পর মধুচন্দ্রিমায় বউকে সঙ্গে না নিয়ে আমি একাই গেছি। ব্যস, আমার  অর্ধেক খরচ বেঁচে গেছে !!! 

২য় বন্ধু: এ আর এমন কী? আমি তো পুরো খরচই বাঁচিয়েছি !!! 
১ম বন্ধু: কীভাবে ? 
২য় বন্ধু: মধুচন্দ্রিমায় আমি না গিয়ে বউকে তার এক বন্ধুর সঙ্গে পাঠিয়েছি !!!

Two friends are having stories. 
1st friend: Oh, huh ... know, how much intellect in my head? After marriage, I was alone with my wife and not with honey. All right, Saved half of the cost !
 Second friend: What is that? I spageite ! 
1st friend: How? 
2nd friend: I did not send honey to my wife with a friend!

No comments:

Post a Comment