Wednesday, February 21, 2018

একদিন এক  কৃপণ চিরুনি কিনতে গেলো .
কৃপণ:- ভাই সাহেব, আমার একটা নতুন চিরুনি দরকার। পুরোনোটার একটা কাঁটা ভেঙে গেছে কিনা…।
 দোকানদার:- একটা কাঁটা ভেঙে গেছে বলে আবার নতুন চিরুনি কিনবেন কেন? ওতেই তো চুল আঁচড়ে নেওয়া যায়।
কৃপণ :- না রে, ভাই, ওটাই আমার চিরুনির শেষ কাঁটা ছিল যে ! 
One day a miser went to buy a new comb. 
Miser: Brother, I need a new comb. Whether the thorn in old one has broken .... 
Shopkeeper: why a thorn is broken, why buy a new comb? It can be used to comb your hair.
Miser : No ray, brother, that was the last thorn of my comb!

No comments:

Post a Comment