Monday, January 29, 2018

দোকানদার এবং কাস্টমার এর মধ্যে কথা হচ্ছে :
দোকানদার:- স্যার এই শাড়িটা নিতে পারেন , খুব ভালো হবে এবং এর সাথে ব্লাউস ফ্রি।
কাস্টমার :- ঠিক আছে , আর একটা প্যান্ট দাও।
দোকানদার :-এই নিন।
(বিল দিতে গিয়ে দেখে আন্ডার প্যান্ট এর দাম টাও শাড়ি ও প্যান্ট এর সাথে যোগ করে দেওয়া )
কাস্টমার :- আন্ডার প্যান্ট এর দাম ধরেছেন কেন ?
দোকানদার:- স্যার এটা তো আপনি নিয়েছেন তাই বিল দিতে হবে।
কাস্টমার।:- কেন এটা তো ফ্রি দিবেন প্যান্ট এর সাথে।
দোকানদার:- সরি স্যার প্যান্ট এর সাথে কোনো কিছু ফ্রি নাই।
কাস্টমার :-শাড়ীর সাথে ব্লাওউচ ফ্রি হলে প্যান্ট এর সাথে জাঙ্গিয়া /আন্ডার প্যান্ট ফ্রি হবে না কেন  !!!


Talking between shopkeepers and customers:Shopkeeper: - sir can take this sarita, it will be very good and with blouse freeCustomer: - All right, give another pants.Shopkeeper: Take this.(Seeing the bills for putting the pants with the sari and pants)Customer: - Why is the price of undress pants?Shopkeeper: - Sir, you have to pay it so you have to pay the bill.Customers: - Why would it be free with pants?Shopkeeper: - There is nothing free with Siri Pant.Customer: - If the blauwu is free with sari, then do not wear bamboo / under pants with pants !!!

No comments:

Post a Comment