Monday, January 29, 2018

ক্লাস টু-তে এক পিচ্চি মেয়ে উঠে দাঁড়িয়ে বলছে, ‘স্যার , আমার আম্মু কি প্রেগন্যান্ট হতে পারবে?’
স্যার  বললেন, ‘তোমার আম্মুর বয়স কত সোনা?’
পিচ্চি বললো, ‘চল্লিশ।’
স্যার  বললেন, ‘হ্যাঁ, তোমার আম্মু প্রেগন্যান্ট হতে পারবেন।’
পিচ্চি এবার বললো, ‘আমার আপু কি প্রেগন্যান্ট হতে পারবে?’
স্যার  বললেন, ‘তোমার আপুর বয়স কত সোনা?’
পিচ্চি বললো, ‘আঠারো।’
স্যার  বললেন, ‘হ্যাঁ, তোমার আপু প্রেগন্যান্ট হতে পারবে।’
পিচ্চি এবার বললো, ‘আমি কি প্রেগন্যান্ট হতে পারবো?’
স্যার  হেসে বললেন, ‘তোমার বয়স কত সোনা?’
পিচ্চি বললো, ‘আট।’
স্যার  বললেন, ‘না সোনা, তুমি প্রেগন্যান্ট হতে পারবে না।’
এ কথা শোনার পর পেছন থেকে ছোট্ট বাবু পিচ্চিকে খোঁচা দিয়ে বললো, ‘শুনলে তো? আমি তো তখনই বলেছি, আমাদের চিন্তা করার কিছু নেই।’
A small girl in the class two stood up and said, 'Sir, can my mom be pregnant?'Teacher said, how old is your mother, baby?'Little said, 'forty.'Sir said, 'Yes, you can be your pregnant Pregnant.'The kid asked me what she should be pregnant?'Sir asked, "what is your sister's age dear?'Little said, 'eighteen.'Sir said, 'Yes, your sister may be pregnant.'The kid said, I can not be pregnant?'Sir smiled and said, 'How old are you honey?'Little said, 'eight.'Sir said, 'No, you can not be pregnant.'After listening to this, little Babu pitched from the back and said, 'If you hear? I said only then, we have nothing to worry about. '

No comments:

Post a Comment