স্ত্রী: এতক্ষণ ধরে ওই কাগজ টিতে কী দেখছ তুমি?
স্বামী: কই, কিছু না তো!
স্ত্রী: আরে, এ যে দেখি ডাহা মিথ্যে কথা বলছো । তুমি প্রায় চার ঘণ্টা ধরে আমাদের কাবিননামা এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছো , দেখছটা কী, শুনি?
স্বামী: না, তেমন কিছু নয়। অনেকক্ষণ ধরে খুঁজেও কেন জানি কাবিননামার মেয়াদ উত্তীর্ণের তারিখটা বের করতে পারলাম না।
Wife: What are you looking at that paper for so long?
Husband: Where, nothing!
Wife: Hey, that's what you're talking about. You've been looking at our poetic name for about four hours so much, what do you hear?
Husband: No, nothing like that. I can not figure out why I can not find the date of the life of Kabini.
Indulge in endless laughter with our curated selection of hilarious content! From trending funny videos to side-splitting memes and witty jokes, we've got everything you need to brighten your day. Dive into a world of comedy with our collection of comedy movies, stand-up specials, and bangla natoks that will keep you entertained for hours. So grab your popcorn, sit back, and get ready for a laughter-filled adventure like never before!
Monday, January 29, 2018
দোকানদার এবং কাস্টমার এর মধ্যে কথা হচ্ছে :
দোকানদার:- স্যার এই শাড়িটা নিতে পারেন , খুব ভালো হবে এবং এর সাথে ব্লাউস ফ্রি।
কাস্টমার :- ঠিক আছে , আর একটা প্যান্ট দাও।
দোকানদার :-এই নিন।
(বিল দিতে গিয়ে দেখে আন্ডার প্যান্ট এর দাম টাও শাড়ি ও প্যান্ট এর সাথে যোগ করে দেওয়া )
কাস্টমার :- আন্ডার প্যান্ট এর দাম ধরেছেন কেন ?
দোকানদার:- স্যার এটা তো আপনি নিয়েছেন তাই বিল দিতে হবে।
কাস্টমার।:- কেন এটা তো ফ্রি দিবেন প্যান্ট এর সাথে।
দোকানদার:- সরি স্যার প্যান্ট এর সাথে কোনো কিছু ফ্রি নাই।
কাস্টমার :-শাড়ীর সাথে ব্লাওউচ ফ্রি হলে প্যান্ট এর সাথে জাঙ্গিয়া /আন্ডার প্যান্ট ফ্রি হবে না কেন !!!
Talking between shopkeepers and customers:Shopkeeper: - sir can take this sarita, it will be very good and with blouse freeCustomer: - All right, give another pants.Shopkeeper: Take this.(Seeing the bills for putting the pants with the sari and pants)Customer: - Why is the price of undress pants?Shopkeeper: - Sir, you have to pay it so you have to pay the bill.Customers: - Why would it be free with pants?Shopkeeper: - There is nothing free with Siri Pant.Customer: - If the blauwu is free with sari, then do not wear bamboo / under pants with pants !!!
দোকানদার:- স্যার এই শাড়িটা নিতে পারেন , খুব ভালো হবে এবং এর সাথে ব্লাউস ফ্রি।
কাস্টমার :- ঠিক আছে , আর একটা প্যান্ট দাও।
দোকানদার :-এই নিন।
(বিল দিতে গিয়ে দেখে আন্ডার প্যান্ট এর দাম টাও শাড়ি ও প্যান্ট এর সাথে যোগ করে দেওয়া )
কাস্টমার :- আন্ডার প্যান্ট এর দাম ধরেছেন কেন ?
দোকানদার:- স্যার এটা তো আপনি নিয়েছেন তাই বিল দিতে হবে।
কাস্টমার।:- কেন এটা তো ফ্রি দিবেন প্যান্ট এর সাথে।
দোকানদার:- সরি স্যার প্যান্ট এর সাথে কোনো কিছু ফ্রি নাই।
কাস্টমার :-শাড়ীর সাথে ব্লাওউচ ফ্রি হলে প্যান্ট এর সাথে জাঙ্গিয়া /আন্ডার প্যান্ট ফ্রি হবে না কেন !!!
Talking between shopkeepers and customers:Shopkeeper: - sir can take this sarita, it will be very good and with blouse freeCustomer: - All right, give another pants.Shopkeeper: Take this.(Seeing the bills for putting the pants with the sari and pants)Customer: - Why is the price of undress pants?Shopkeeper: - Sir, you have to pay it so you have to pay the bill.Customers: - Why would it be free with pants?Shopkeeper: - There is nothing free with Siri Pant.Customer: - If the blauwu is free with sari, then do not wear bamboo / under pants with pants !!!
ক্লাস টু-তে এক পিচ্চি মেয়ে উঠে দাঁড়িয়ে বলছে, ‘স্যার , আমার আম্মু কি প্রেগন্যান্ট হতে পারবে?’
স্যার বললেন, ‘তোমার আম্মুর বয়স কত সোনা?’
পিচ্চি বললো, ‘চল্লিশ।’
স্যার বললেন, ‘হ্যাঁ, তোমার আম্মু প্রেগন্যান্ট হতে পারবেন।’
পিচ্চি এবার বললো, ‘আমার আপু কি প্রেগন্যান্ট হতে পারবে?’
স্যার বললেন, ‘তোমার আপুর বয়স কত সোনা?’
পিচ্চি বললো, ‘আঠারো।’
স্যার বললেন, ‘হ্যাঁ, তোমার আপু প্রেগন্যান্ট হতে পারবে।’
পিচ্চি এবার বললো, ‘আমি কি প্রেগন্যান্ট হতে পারবো?’
স্যার হেসে বললেন, ‘তোমার বয়স কত সোনা?’
পিচ্চি বললো, ‘আট।’
স্যার বললেন, ‘না সোনা, তুমি প্রেগন্যান্ট হতে পারবে না।’
এ কথা শোনার পর পেছন থেকে ছোট্ট বাবু পিচ্চিকে খোঁচা দিয়ে বললো, ‘শুনলে তো? আমি তো তখনই বলেছি, আমাদের চিন্তা করার কিছু নেই।’
A small girl in the class two stood up and said, 'Sir, can my mom be pregnant?'Teacher said, how old is your mother, baby?'Little said, 'forty.'Sir said, 'Yes, you can be your pregnant Pregnant.'The kid asked me what she should be pregnant?'Sir asked, "what is your sister's age dear?'Little said, 'eighteen.'Sir said, 'Yes, your sister may be pregnant.'The kid said, I can not be pregnant?'Sir smiled and said, 'How old are you honey?'Little said, 'eight.'Sir said, 'No, you can not be pregnant.'After listening to this, little Babu pitched from the back and said, 'If you hear? I said only then, we have nothing to worry about. '
স্যার বললেন, ‘তোমার আম্মুর বয়স কত সোনা?’
পিচ্চি বললো, ‘চল্লিশ।’
স্যার বললেন, ‘হ্যাঁ, তোমার আম্মু প্রেগন্যান্ট হতে পারবেন।’
পিচ্চি এবার বললো, ‘আমার আপু কি প্রেগন্যান্ট হতে পারবে?’
স্যার বললেন, ‘তোমার আপুর বয়স কত সোনা?’
পিচ্চি বললো, ‘আঠারো।’
স্যার বললেন, ‘হ্যাঁ, তোমার আপু প্রেগন্যান্ট হতে পারবে।’
পিচ্চি এবার বললো, ‘আমি কি প্রেগন্যান্ট হতে পারবো?’
স্যার হেসে বললেন, ‘তোমার বয়স কত সোনা?’
পিচ্চি বললো, ‘আট।’
স্যার বললেন, ‘না সোনা, তুমি প্রেগন্যান্ট হতে পারবে না।’
এ কথা শোনার পর পেছন থেকে ছোট্ট বাবু পিচ্চিকে খোঁচা দিয়ে বললো, ‘শুনলে তো? আমি তো তখনই বলেছি, আমাদের চিন্তা করার কিছু নেই।’
A small girl in the class two stood up and said, 'Sir, can my mom be pregnant?'Teacher said, how old is your mother, baby?'Little said, 'forty.'Sir said, 'Yes, you can be your pregnant Pregnant.'The kid asked me what she should be pregnant?'Sir asked, "what is your sister's age dear?'Little said, 'eighteen.'Sir said, 'Yes, your sister may be pregnant.'The kid said, I can not be pregnant?'Sir smiled and said, 'How old are you honey?'Little said, 'eight.'Sir said, 'No, you can not be pregnant.'After listening to this, little Babu pitched from the back and said, 'If you hear? I said only then, we have nothing to worry about. '
শিক্ষক:- যারা একেবারে নির্বোধ ও গাধা তারা ছাড়া সবাই বসে পড়।
(সকলে বসে পড়লো কিন্তু হাবু একা দাড়িয়ে আছে )
শিক্ষক:- কিরে হাবু ক্লাসে তুই একাই তাহলে নির্বোধ ও গাধা ?
হাবু :- না স্যার, আপনি একা দাঁড়িয়ে আছেন, এটা ভাল দেখাচ্ছে না , হাজার হলেও আপনি আমার গুরুজন।
Teachers: - Everyone who is absolutely stupid and donkey, sit around.
(Everyone sat down but he is standing alone)
Teacher: - If you are alone in the Hebrew class, then you are fool and idiot?
Habu: - No, sir, you are standing alone, it does not look good, but you are my elders, even thousands.
(সকলে বসে পড়লো কিন্তু হাবু একা দাড়িয়ে আছে )
শিক্ষক:- কিরে হাবু ক্লাসে তুই একাই তাহলে নির্বোধ ও গাধা ?
হাবু :- না স্যার, আপনি একা দাঁড়িয়ে আছেন, এটা ভাল দেখাচ্ছে না , হাজার হলেও আপনি আমার গুরুজন।
Teachers: - Everyone who is absolutely stupid and donkey, sit around.
(Everyone sat down but he is standing alone)
Teacher: - If you are alone in the Hebrew class, then you are fool and idiot?
Habu: - No, sir, you are standing alone, it does not look good, but you are my elders, even thousands.
Tuesday, January 23, 2018
তারিখ,২৪-০১-২০১৮
বরাবর,
আকাশ বন্ধু,
বিষয় : তোমার বন্ধু হইবার জন্য আবেদন পত্র ।
প্রিয় বন্ধু,
যথা বিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে আমি বন্ধু নগরের একজন সুযোগ্য বন্ধু । এ হৃদয়ের পাগলামি টা তোমার কেমন লাগিবে আমার জানা নাই । এতকাল জীবনটা কাটিল উপগ্রহের মত । যাহাকে কেন্দ্র করিয়া ঘুরি,না পাইলাম তাহার কাছে আসিবার অধিকার,না পাইলাম দূরে যাইবার অনুমিত । অধীন নই, নিজেকে স্বাধীন বলারও জোর নাই । আমার ভাগ্যেই এমন ঘটে কেন ? কাহাকেও আপন বলিয়া নিঃসংশয়ে চিনিতে পারি না-- বিশ্বাস করিতে ভয় পাই।
দৈবাৎ এমন কিছু একটা ভাগ্যে মিলিলো যাহা যেমন আকস্মিক তেমনি অপরিসীম। নিজের গুনে পাই নাই,নিজের দোষেও হারাতে চাই না।
পৃথিবীর সব কিছু নিয়ম মতো চলে, শুধু চলে না আমার জীবনটা । এমন কিছু বেড়া জালে আটকিয়ে যাই যেখান থেকে বেরিয়ে আসিবার পথ খুঁজে পাই না। জানি না পৃথিবীর কোথায় কি লুকিয়ে আছে তবে এমন এক একটা মুখ আছে যাহা কোনো কিছু বলা কহা নাই একেবারে মনের গহিনে এসে হাজির হয়। নির্ভীক হরিণ শাবকের মত চাহিয়া রয়, তাতে না আছে লজ্জা না আছে ভয়। দূরান্ত অহংকারের অবাধ্য দাপট নাই তাতে আছে স্বচ্ছতা , আছে বন্ধুত্বের কোমল ছোয়া । যা খুব সহজেই আমাকে আকৃষ্ট করে। আমি সেই বন্ধুত্বের সিনিগ্ধ আলো দেখিয়াছি তোমার ভিতরে। বেশি কিছু চাহি না শুধু চাহি তোমার বন্ধু হতে। দাওনা বাড়িয়ে বন্ধুত্বের হাত।
অতএব ,মহোদয়ের নিকট আকুল আবেদন। আমার মনের অবস্থা অনুধাবন করিয়া পথ হারা পথিক কে পথ প্রদর্শনে বন্ধু হইয়া পাশে থাকলে চির কৃতজ্ঞ থাকবো।
নিবেদক ,
তোমার ছায়া বন্ধু।
বরাবর,
আকাশ বন্ধু,
বিষয় : তোমার বন্ধু হইবার জন্য আবেদন পত্র ।
প্রিয় বন্ধু,
যথা বিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে আমি বন্ধু নগরের একজন সুযোগ্য বন্ধু । এ হৃদয়ের পাগলামি টা তোমার কেমন লাগিবে আমার জানা নাই । এতকাল জীবনটা কাটিল উপগ্রহের মত । যাহাকে কেন্দ্র করিয়া ঘুরি,না পাইলাম তাহার কাছে আসিবার অধিকার,না পাইলাম দূরে যাইবার অনুমিত । অধীন নই, নিজেকে স্বাধীন বলারও জোর নাই । আমার ভাগ্যেই এমন ঘটে কেন ? কাহাকেও আপন বলিয়া নিঃসংশয়ে চিনিতে পারি না-- বিশ্বাস করিতে ভয় পাই।
দৈবাৎ এমন কিছু একটা ভাগ্যে মিলিলো যাহা যেমন আকস্মিক তেমনি অপরিসীম। নিজের গুনে পাই নাই,নিজের দোষেও হারাতে চাই না।
পৃথিবীর সব কিছু নিয়ম মতো চলে, শুধু চলে না আমার জীবনটা । এমন কিছু বেড়া জালে আটকিয়ে যাই যেখান থেকে বেরিয়ে আসিবার পথ খুঁজে পাই না। জানি না পৃথিবীর কোথায় কি লুকিয়ে আছে তবে এমন এক একটা মুখ আছে যাহা কোনো কিছু বলা কহা নাই একেবারে মনের গহিনে এসে হাজির হয়। নির্ভীক হরিণ শাবকের মত চাহিয়া রয়, তাতে না আছে লজ্জা না আছে ভয়। দূরান্ত অহংকারের অবাধ্য দাপট নাই তাতে আছে স্বচ্ছতা , আছে বন্ধুত্বের কোমল ছোয়া । যা খুব সহজেই আমাকে আকৃষ্ট করে। আমি সেই বন্ধুত্বের সিনিগ্ধ আলো দেখিয়াছি তোমার ভিতরে। বেশি কিছু চাহি না শুধু চাহি তোমার বন্ধু হতে। দাওনা বাড়িয়ে বন্ধুত্বের হাত।
অতএব ,মহোদয়ের নিকট আকুল আবেদন। আমার মনের অবস্থা অনুধাবন করিয়া পথ হারা পথিক কে পথ প্রদর্শনে বন্ধু হইয়া পাশে থাকলে চির কৃতজ্ঞ থাকবো।
নিবেদক ,
তোমার ছায়া বন্ধু।
Sunday, January 21, 2018
Subscribe to:
Posts (Atom)